পদ্মা সেতুতে যাত্রীবাহী একটি বাস ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পদ্মা সেতুর মাঝামাঝি এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়, যার ফলে দুটো যানবাহনই সেতুর ওপর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
শিবচর হাইওয়ে পুলিশের ইনচার্জ বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”
পদ্মা সেতুর ওপর এই ধরনের দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার ফলে সেতুর উপর কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে পরে স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।