শিরোনাম

বাংলাদেশের পত্রিকা সংবাদ দাতা নিয়োগ বিজ্ঞপ্তি


আপনার এলাকার সর্বশেষ খবর, সমাজ পরিবর্তনের গল্প এবং মানুষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরতে বাংলাদেশের পত্রিকা খুঁজছে উদ্যমী এবং প্রতিভাবান সংবাদ দাতা।

বাংলাদেশের পত্রিকা দেশের সকল জেলা ও উপজেলা গুলোতে, বিশেষ সংবাদদাতা, স্টাফ রিপোর্টার, জেলা প্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধি পদে অভিজ্ঞ ও অনভিজ্ঞ সাংবাদিক নিয়োগ দেবে।

যদি আপনার ভেতর সত্যকে তুলে ধরার ইচ্ছা এবং সমাজের পরিবর্তন আনার আকাংঙ্ক্ষা থাকে, তবে এই সুযোগ আপনার জন্য।

আপনার কাজ যা হবে?স্থানীয় ও জাতীয় বিষয়ক সংবাদ সংগ্রহ এবং প্রতিবেদন তৈরি। গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দ্রুত এবং নির্ভুলভাবে কাভারেজ করা। মানুষের গল্প, সমাজ পরিবর্তনের দিক, সমস্যা এবং সমাধান তুলে ধরা। ভিডিও, ছবি এবং ডকুমেন্টারি তৈরিতে সহযোগিতা করা।

আমরা যা খুঁজছি?
সাহসী, সৎ এবং দক্ষ সংবাদ কর্মী। বাংলা ও ইংরেজিতে ভালো লেখার ও যোগাযোগের দক্ষতা। ভিডিও/ফটোগ্রাফি এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার জানা। সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং সৃজনশীল মনোভাব। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা বা প্রশিক্ষণ (অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন)।

আপনার যে যোগ্যতা প্রয়োজন?
সাংবাদিকতা, গণযোগাযোগ বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। অভিজ্ঞদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

যেভাবে আবেদন করবেন?
০১. আপনার আপডেটেড জীবনবৃত্তান্ত (CV)।
০২. একটি ২০০ শব্দের ছোট প্রতিবেদন (কোনো সাম্প্রতিক ঘটনা নিয়ে)।০৩. আপনার কাজের নমুনা (যদি থাকে)।
০৪. কোন মিডিয়ার সাথে জরিত থাকলে সেই মিডিয়ার আইডি কার্ড সংযুক্ত করবেন।

সিভি(CV)পাঠান আমাদের ইমেইলে:bangladesherpatrika@gmail.com

বিষয় লাইন:“সংবাদ দাতা আবেদন- [আপনার জেলা/এলাকা]”

আবেদনের শেষ তারিখ: (20-02-2025)

ভিজিট করুন:🌐ওয়েবসাইট:bangladesherpatrika.com

সত্য এবং সাহসের সাথে সংবাদ পরিবেশন করুন।বাংলাদেশের পত্রিকা আপনার মাধ্যমে জনগণের সত্য ও বাস্তবসম্মত ঘটনা প্রকাশে আগ্রহী।


Comments are closed.