শিরোনাম

বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডাকলো কেন নয়া দিল্লি


মো.জসিম উদ্দিন: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া ঢাকা-দিল্লির কূটনৈতিক টানাপোড়েন এখন ছড়িয়ে পড়েছে সীমান্ত উত্তেজনা।দুই দেশের সম্পর্কের ফাটল নাকমে বরং নতুন নতুন কাঁটাতারের বেড়ায় সে ফাটল বেড়ে চলেছে।বাংলাদেশের কড়া অবস্থান আর আপত্তিকে তোয়াক্কা না করে বিভিন্ন সীমান্তে নয়া বেড়া তৈরির কাজ চালিয়ে যাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি প্রবল আপত্তির মুখে গেল মঙ্গলবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগর কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করলেও রবিবার নতুন করে কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় সীমান্তে বেড়া দিতে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী।
এনিয়ে ওই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা স্থানীয়রা জানায় সীমান্তে থাকা পুকুরটির এক-তৃতীয়াংশ ভারতে আর বাকি অংশ বাংলাদেশের তবে উভয় দেশের বাসিন্দারা পুকুর ব্যবহার করে আসছে।কিন্তু বেড়া দেয়া নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে সীমান্ত পিলারের ১৫০গজ ভিতর কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তাদের।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সীমান্ত পিলার আছে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের ভয় দেখাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে সীমান্তে গেলেই অস্ত্র তাক করে তারা।বাংলাদেশের সীমান্ত ছাড়ার হুমকি দিচ্ছে।সীমান্ত না ছাড়লে গুলি করার হুমকি দিচ্ছে।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন অবস্থায় কুমিল্লা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা।এছাড়া সোমবার ভোররাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের গোজাডাঙ্গা সীমান্তে সাউন্ড গানের সাহায্যে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
স্থানীয় এলাকাবাসী জানায় ভোররাতে ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় তারা এমন পরিস্থিতিতে সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভারমাকে রবিবার তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।এর জেরে ২৪ঘন্টা পার না হতেই পাল্টা পদক্ষেপে সোমবার দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে ডেকে নেয় ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।সোমবার দুপুর নাগাদ দিল্লির সাউথ ব্লক এ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার কে বের হতে দেখা গেছে বাংলাদেশে ভারতের মাঝে গেল প্রায় ছয় মাস ধরে চলা এই টানাপোড়েন।শেষ পর্যন্ত কবে কোথায় গিয়ে থামবে তা বলা কঠিন।তবে দুই দেশের বিশ্লেষকদের মতে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয় বরং প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশ ও ভারতকে এর সম্পর্ক স্বাভাবিক করা জরুরি।

Comments are closed.