শিরোনাম

বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানে যাচ্ছেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।প্রতিবছর বিজয় দিবসে গণ্যমান্যরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন।এবারের অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় অনেককে আমন্ত্রণ জানানো হয় এবং তবে তারা তা প্রত্যাখ্যান করেছে।একাধিক সমন্বয়ক সংবাদ মাধ্যমকে এ কথা জানান।
বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সমন্বয়ক ইব্রাহিম নিরব সোমবার ১৬ ডিসেম্বর বেলা আড়াই টায় ফেসবুক পোস্টে রাষ্ট্রপতি আমন্ত্রণের কার্ডের একটি ছবি দিয়ে লিখেছেন,ফ্যাসিস্টের দালাল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চাই।তার হাতে আমার ভাইযদের তাজা রক্ত লেগে আছে।তার দাওয়াতে বঙ্গভবনে যাওয়ার প্রশ্নই আসে না।বিজয় দিবসে চুপ্পুর
দাওয়াত প্রত্যাখ্যান করলাম।
মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে এ অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা,বিদেশী কূটনৈতিকরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সাংগঠনের নেতা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিদের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে বিবৃতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।সংগঠনটির সেল দপ্তরের দায়িত্বে থাকা জাহিদ আহসানের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে।মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনে আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করেছে।
নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত কোন নেতা-কর্মী আজ বঙ্গভবনে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যাবেনা। বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণ পালন করাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ-অভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মনে করে।

Comments are closed.