ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সংখ্যালঘু মুসলিমদের নাগরিকদের নিয়ে ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন রাজ্যের শাসক দলের এক নেতা।তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে বুধবার ১১ ডিসেম্বর এই হুমকি দেন পশ্চিমবঙ্গের মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি টিংকুর রহমান বিশ্বাস।
এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দেয়া হোক সংখ্যালঘু মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে।মমতা বন্দ্যোপাধ্যায় দলের এই জেলায় নেতা বলেন, মঙ্গলবার ও আমরা দেখছি বাংলাদেশের রাজনৈতিক দল-বিএনপির নেতা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কে ব্যঙ্গ করেছেন।আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি,তারা আমাদের জন্য যথেষ্ট।আমি বলছি ১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দিন।বাংলাদেশ দখলক করপ নেব।পুলিশ লাগবে না ফোর্সও লাগবেনা।
টিংকুর রহমান দাবি করেন, বাংলাদেশের একটা ছোট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। ১৯৭১ সালে ৭ লক্ষ শরণার্থীকে খাওয়া-দাওয়া করিয়ে নিজর দেশে পাঠিয়েছিল ভারত।সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতা কে চিনেনা,মূর্তি ভাঙ্গে তাদের থেকে আমরা আর কি আশা করতে পারি।
ঔদ্ধতপূর্ণ মন্তব্য করে তৃণমূলের এই নেতা আরো বলেন,গোটা ভারতবর্ষ লাগবে না, আমরা ৩২ কোটি মুসলমান থাকি ভারতবর্ষে। এত জনও লাগবে না। আমরা পশ্চিমবঙ্গের মুসলমানরাই দখল করে নিতে পারব।প্রসঙ্গত, গেল সোমবার বাংলাদেশ প্রসঙ্গ কেন্দ্রীয় সিদ্ধান্তকে মানার ঘোষণা দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা।
একই সঙ্গে তার দলের সব নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য যদিও সেই কথা কানে না নিয়ে বাংলাদেশ নিয়ে এমন মন্তব্য করলেন মমতার দলের জেলা পর্যায়ে এই নেতা।
পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যাচার ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন মঙ্গলবার বিজেপির এই নেতা বাংলাদেশকে কটাক্ষ করে হাস্যকর এক বক্তব্য দেন তিনি বলেন আমার কাছে খবর আছে কলকাতা দখল করার জন্য ঢাকা থেকে তিন লাখ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে যদি হাতে টানা রিকশার অস্তিত্ব নেই।