শিরোনাম

যুক্তরাষ্ট্রের একপ্রান্ত জ্বলছে অপরপ্রান্তে তুষারঝড়ে বিপর্যস্ত


মো.জসিম উদ্দিনঃ ঝড় বাতাসে বেড়েছে লস এঞ্জেলেসের দাবানলের তীব্রতা।এখনো অন্তত তিনটি স্থানে বড় আকারে চলছে দাবানল যা নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন মেক্সিকোসহ প্রতিবেশী দেশগুলোর দমকলকর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল অর্থের প্রয়োজন বলে জানিয়েছেন।প্রেসিডেন্ট জো বাইডেন আর শপথ নিয়েই ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা ডোনাল্ড ট্রাম্পের।যুক্তরাষ্ট্রের এক প্রান্ত যখন তুষারঝড়ে বিপর্যস্ত তখন আরেকটিকে তাণ্ডব চালাচ্ছে ভয়াবহ দাবানল।এক সপ্তাহেও যা আসেনি ল নিয়ন্ত্রণ এবং এরই মধ্যে কয়েক হাজার একর এলাকা।ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলা হচ্ছে একে আগুনের লেলিহান শিখায় বশীভূত এঞ্জেলেস হাজারের বেশি অবকাঠামো নতুন করে ভয়ঙ্কর রূপ নিয়েছে।পেনছিভার দাবানল জ্বলছে ২৩ হাজারের বেশি টাকা।এছাড়া অঞ্চলের দাবানল গ্রাস করেছে আরও ১৪ রেকর্ড অঞ্চলগুলোতে বাতাসের বেগ ৭০ কিলোমিটার ছড়ানোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।দাবানলের গতি কমাতে বিমান থেকে ছড়ানো হচ্ছে কয়েক হাজার গ্যালন গোলাপি ফসচেক।কাজ করছে মেক্সিকোর সহ প্রতিবেশী কয়েকটি দেশের দমকলকর্মীরা।এদিকে পরিত্যক্ত অঞ্চলগুলোতে এখনো থামেনি লুটপাটের ঘটনায় জড়িত আরও কয়েজনকে আটক করেছে পুলিশ। জোরদার করা হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা।অপরাধমূলক কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।এরি মধ্যে ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।দাবালের ক্ষয়ক্ষতি মুল্যায়নে এরি মধ্যে জরুরি ব্রিফ করেছেন প্রেসিডেন্ট জো-বাইডেন লস অ্যাঞ্জলের পুর্নগঠনের প্রাথমিকভাবে বিলিয়ন বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে জানান বাইডেন।এদিকে আগামী সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে দাবানলের ক্ষতিগ্রস্থ অঞ্চলে পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের।দাবালনের পাশাপাশি সপ্তাহ জুড়ে তুষার ঝড়ে নাকানিচুবানি ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল সড়ক দুর্ঘটনায় শিডিউল বিপর্যয় প্রাণহানিসহ বিপাকে পড়েন লাখ লাখ মানুষ একেই সময় দেশটির দুই প্রান্তে এমন বৈরি আবহাওয়া জন্য বায়ুমণ্ডলীয় বিভিন্ন ঘটনা কে দায়ী করছেন আবহাবিদরা।

Comments are closed.