শিরোনাম

আদিবাসীদের উপর হামলায় তীব্র নিন্দা


আমরা দৈনিক সংবাদ মাধ্যমে লক্ষ্য করলাম যে,গত ১৫ জানুয়ারি ২০২৫ পাঠ্যপুস্তকে‘আদিবাসী’শব্দসংবলিত গ্রাফিতি পুনর্বহাল রাখার দাবিতে এনসিটিবি ভবনের সামনে দাঁড়ানো আদিবাসী শিক্ষার্থীদের উপর গ্রাফিতি রাখার বিপক্ষে থাকা“স্টুডেন্ট ফর সভরেন্টি”নামক সংগঠন হামলা চালায়।এই ঘটনায় বেশকয়েকজন আদিবাসী শিক্ষার্থী গুরতর আহত হয়।বাংলাদেশ মহিলা পরিষদ এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

বাংলাদেশ মহিলা পরিষদ‘আদিবাসী’শব্দসংবলিত গ্রাফিতি বিষয়ে আদিবাসী শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের উপর ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সেই সাথে বাংলাদেশ মহিলা পরিষদ আদিবাসীদের উপর হামলার ঘটনার সাথে জড়িতদের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে এবং আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত’সহ তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জোর দাবি জানাচ্ছে।

এছাড়াও বাংলাদেশ মহিলা পরিষদ সাম্প্রতিক সময়ে বিভিন্নস্থানে সংগঠিত বিভিন্ন গোষ্ঠির অপতৎপরতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।এই ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments