শিরোনাম

দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়,রাষ্ট্রপতি নির্বাচনেও ভিন্নতা


মো.জসিম উদ্দিনঃ বাংলাদেশের যেকোনো নাগরিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না।এমন প্রস্তাব করেছে,নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। সেই সঙ্গে সংসদের উভয় কক্ষের সদস্য এবং স্থানীয় সরকারের সব নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বৃহত্তর নির্বাচকমণ্ডলীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব করা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন পুরো নির্বাচন ব্যবস্থা সংস্কারের ৯ পৃষ্ঠার সুপারিশ জমা দেয়। এতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এমন সুপারিশ করা হয়। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বলা হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করা। সংবিধান সংশোধনের মাধ্যমে দুইবার নির্বাচিত প্রধানমন্ত্রী কে রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য করা। একই ব্যক্তি একই সঙ্গে যেন প্রধান প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে না পারেন তার বিধান করা এবং দৈত্য প্রতিনিধিত্বের সুযোগ বন্ধ করা।রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলনিরপেক্ষ সৎ যোগ্য ও সুনাম সম্পন্ন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার বিধান করা। জাতীয় সংসদের উভয় কক্ষের সদস্য এবং স্থানীয় সরকারের সব নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বৃহত্তর নির্বাচকমণ্ডলীর ভোটের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিধান করার। কার্যকর সংসদ এর জন্য নির্ধারিত পদ্ধতিতে সংসদ সদস্যদের প্রত্যাহারের বিধান করা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments