শিরোনাম

আবারও জলদস্যুদের দখলে সুন্দর বন


মো.জসিম উদ্দিনঃ সুন্দরবনের আবারও মাথাচাড়া দিয়ে উঠছে জলদস্যুরা।জেলে অপহরণ চাঁদা আদায় সব বিভিন্ন অপরাধের ঘটনা বেড়েছে,এ অবস্থায় বন বিভাগের সক্ষমতা আইন-শৃঙ্খলা বাহিনীকে তদারকি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলেরা।সুন্দরবনের একসময় আতঙ্ক সৃষ্টি রেখেছিল জলদস্যুরা অপহরণ ডাকাতির সময় নানা অপরাধের অভয়ারণ্য ছিল এই ম্যানগ্রোভ বন।সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে বাঙালিরা সব সময় থাকে জলদস্যুর আতঙ্কে।তবে জলদস্যুদের আত্মসমর্পণের মধ্য দিয়ে ২০১৮ সালে সুন্দরবনকে জলদস্যু ঘোষণা করা হয়েছিল।দীর্ঘ পাঁচ বছর পর আবারও সুন্দরবনের আতঙ্ক ছড়াচ্ছে জলদস্যুরা। সম্প্রতি জেলে অপহরণ লুটপাট মুক্তপণ চরম ভাবে বেড়ে গেছে নতুন করে সুন্দরবনের আতঙ্ক হিসেবে।জলদস্যু বাহিনী শরীফ মামু ভাগ্নের নাম উঠে এসেছে এরমধ্যে ২০১৮ সালে আত্মসমর্পণ করা দস্যুদের কেউ কেউ পুনরায় এমন অপরাধে জড়িয়ে পড়ছেন।বনে নিরাপত্তায় আনসার বাহিনীর তৎপরতা কমে আসায়,বাড়ছে এ ধরনের অপরাধ।গত কয়েক মাসে সুন্দরবনের বিভিন্ন এলাকায় এমন বেশ কয়েকটি ঘটনার অভিযোগ এসেছে।জেলে পরিবার থেকে টাকা না দিতে পারলে তারা জেলেদের আটকে রাখে। এর ফলে বনে যাওয়া এখন খুবই ঝুঁকির। সরকারের কাছে এই সমস্যা সমাধানের দাবি জানান তারা।এখন এর জন্য আমরা খুব কষ্ট আছি, জলদস্যুরা ধরে নিয়ে মারধর করে টাকা চায়।এখন দেখতে পারিনা আমাদের জীবন জীবিকা সুন্দরবনের উপর নির্ভর করতে হয়। ইদানিং সুন্দরবনের জলদস্যু বেড়ে গেছে আমাদের এখানে একটা ছেলেকে আটকাইয়া তার কাছ থেকে মুক্তিপণদাবি করছে এবং আমরা প্রশাসনের কাছে দাবি জানাই এর দূরত্ব এদেরকে আইনের আওতায় আনা হোক। যারা এখন বর্তমানে তিন চারটে গ্রুপ আছে তার ভিতরের কিছু লোক আছে তারা আবার সুন্দর বনে অপরাধের মুলক সাথে  কাজে লিপ্ত হয়েছে।প্রশাসনের মাধ্যমে সেগুলো নির্মুল করতে হবে।বন বিভাগের চাঁদপাই নবাবগঞ্জ রেঞ্জের কর্মকর্তা জানায়, যখনই এ ধরনের খবর তারা পান তখন অভিযান চালানো হয়।অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জনপ্রতিরোধে যৌথ অভিযান চালানো হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments