টিউলিপ সিদ্দিক কে নিয়ে নানা বিতর্কে মাঝে এবার আলোচনায় এসেছেন সালমান এফ রহমান ছেলে সায়ান এফ রহমান যুক্তরাজ্যের রাজা চালর্জের হাতে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তিনি। জানান গেছে এই দাতব্য সংস্থায় আড়াই লাখ পাউন্ড অনুদান দিয়েছেন সায়ান।যুক্তরাজ্যের দ্যা টাইমস সংবাদমাধ্যমটির সানন্ডে টাইমস নামেও পরিচিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয় টিউলিপের পরিবারকে যারা যুক্তরাজ্যের সম্পত্তি দিয়েছেন তাদের মধ্যে অন্যতম শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান।যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর ব্যবহারিত
সম্পত্তির অনুসন্ধান করতে গিয়ে লন্ডনে সায়ান এফ রহমানের এসব কর্মকাণ্ড বেরিয়ে এসেছে।দারিদ্র বিমোচনের লক্ষ্যে ২০০৭ সালে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামে দাতব্য সংস্থা গড়ে তুলেছিলেন তৎকালীন ব্রিটিশ রাজপুত্র তৃতীয় চালর্জ সায়ান এফ রহমান।এই ট্রাস্টে আড়াই লাখ পাউন্ড অনুদান দিয়েছেন বলে জানা গেছে ২০১৮ সালের বাংলাদেশে এই ট্রাস্টে কার্যক্রম শুরুতে সহায়তা করেন সায়ান।তিনি এই সংস্থার একটি উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান ও।