সাবেরা সুলতানা
কথার পিছনে ছুটোছুটি
লেগে যায় জুড়ো জুড়ি
তাই তো বেধে যায় হট্টগোল
নাকে লজ্জা, কানে দড়ি
করো এবার করো টানাটানি,
লাভ নেই তো কানাকড়ি
শুধুই কথার পিছনে দৌড়াদৌড়ি।
কথায় ভেজাল, খাদ্যে ভেজাল
বিপদ বাড়ে তাড়াতাড়ি
এ জন্যে তো বলি কথা, না বলি।
রাস্তায় পাওয়া যায় সস্তায় নানান কথার বাহাদুরি
কথায় কথায় ঝগড়া ঝাড়ি,
কাজের বেলায় আলসেমী
সব কথার মানে বুঝি নাকি বলতে থাকি হানি তানি
কথার নাই মিল বলতে থাকি অনাবিল।
আরে কথায় বড্ড ভেজাল মাখামাখি
রাগারাগি, মারামারি
কিছু কথা থাকুক নিরব
প্রকাশ করলে তো হয় বাহুবলী।
———————০——– ———