সাবেরা সুলতানা
মিথ্যে রঙে রঙ্গিন হওয়া প্রতি দিনই বয়ে
মন নাচিয়ে যায়
আবেগে তাড়নায়,
কতো গভীর অভিনয়
ক্ষনিকের জন্য হারিয়ে যাই
নাটক বা সিনেমায়,
হারিয়ে যাই, যাই, ওই ক্ষনিকের মিছিলে,
হৈ, হৈ,রৈ,রৈ করি সর্বোপরি,
বাস্তবটা মস্ত কঠিন।
যেটা ক্ষনিকের মঞ্চে ঘটনার চেয়ে ও কঠিন,
নাটক, উপন্যাস লেখনী হয়,
বাস্তবটা লেখনীর আবেগ কারোই নাই।
উপনীত হই না বলা ছন্দে,
মন নাচে নব, নব আনন্দে।
হরেক রকম বাস্তবতার ভীড়ে
মানুষের মনুষ্যত্ব গেছে হারিয়ে,
আবেগের তাড়নায় বিবেক গেছে হারিয়ে,
নব্যলোকে নব, নব সাজে নব, নব অভিনয়ে জগৎ টা গেছে রঙ্গমঞ্চ হয়ে,
কেউ করে নাটকে অভিনয়,
কেউ করে বাস্তবে অভিনয়
প্রতি জনে করে অভিনয় ভিন্ন রূপে জীর্ণ, শীর্ণ হয়ে।
এ তো রঙের রঙিন দুনিয়ায়,
নতুন খেলায় মেতেছি হায়।
——————০—————–