শিরোনাম

২৫ সালের জুনের মধ্যেই নির্বাচন দিতে হবে – লায়ন ফারুক


বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন ১২ দলীয় জোটের নেতারা।

আজ বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের নেতাকর্মীরা এসে ঝড় হতে শুরু করেন। বেলা ১১টা থেকে নেতারা কর্মসূচিতে অংশ নেন এই সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন।

সাবেক কাউন্সিলরদের পুনর্বাসনের ষড়যন্ত্র ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করেন ১২ দলীয় জোটের নেতাকর্মীরা। দেখের বিভিন্ন স্থানে অগ্নিকান্ড আন্দোলন সংগ্রামের মধ্যে চলছে দেশ। এতে দেশের পরিস্থিতি অবনতি হচ্ছে, নির্বাচনের মাধ্যমে, “নির্বাচিত সরকারের পরিচালনায় দেশের পরিস্থিতি শান্তি ফিরে আসবে।

এ-সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান, লাায়ন মোঃ ফারুক রহমান বলেছেন আগামী জুন মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম হয়েছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। সংস্কার চলমান থাকবে সাথে সাথে আওয়ামী দোসরদের কে রাষ্ট্রের প্রত্যেকটি কেন্দ্র থেকে বের করতে হবে। আজকে তারা সচিবালয়ে আগুন দিয়েছে। আওয়ামী রাজনীতিতে ব্যর্থ হয়ে তারা ধ্বংসের পথ বেছে নিয়েছে।

এ সময় ১২ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মোঃ আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম। যুগ্ম মহাসচিব মোঃ হুমায়ুন কবির। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান। কেন্দ্রীয় সদস্য মোঃ আখতারুজ্জামান। ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ। কুমিল্লা জেলা লেবার পার্টির সভাপতি মোঃ খোরশেদ। বাংলাদেশছাত্র মিশনের সহ-সভাপতি মোঃ শামীম আহমেদ প্রমুখ।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments