শিরোনাম

মোদীর পোস্ট নিয়ে হাসনাতের তীব্র প্রতিক্রিয়া


পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বরের বাংলাদেশের যে বিজয় অর্জিত হয়েছে, তা ভারতের ঐতিহাসিক বিজয় বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মন্তব্য করেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখন্ডতার সরাসরি হুমকি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ। 

নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে দেয়া পোস্ট হাসনাত আবদুল বলেন,এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ।পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল।কিন্তু মোদী দাবি করেছে,এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন।তাদের বক্তব্য বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত।

তিনি বলেন,যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে,আমি তখন একে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখন্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি।ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া ও৷ অবশ্যম্ভাবী।এই লড়ই আমাদের চালিয়ে যেতেই হবে।

এর আগে মহান বিজয় দিবসে সোমবার নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে বলেন,আজ বিজয় দিবসে আমরা  ১৯৭১ সালের ভারতের ঐতিহাসিক বিজয়ের অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগ কে সম্মান জানাই।

তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই এই দিনটি তাদের  অসাধারণ বীরত্ব এবং তাদের অধম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি।তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। 


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments