সিরিয়ার পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা। বুধবার ১১ ডিসেম্বর বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার উপকূলীয় এলাকাটি আসাদ পরিবারের পূর্বপুরুষের গ্রাম। আসাদের সমাধি এই সমাধি স্থলে বিদ্রোহীরা আগুন ধরিয়ে দিয়েছে। ফুটেজ দেখা গেছে বিদ্রোহী যোদ্ধারা সামরিক পোশাক পরা অবস্থায় বিপ্লবের সমাধি পিছে পুড়িয়ে যাওয়া অংশ দাঁড়িয়ে ছবি তুলছেন।
সেখানে একটি কফিনসহ সমাধি অংশ গুলোকে জ্বলতে দেখা যায়।সে ওই কফিন টি হাফেজ আল আসাদের যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়াল অবজারভেটি ফর হিউম্যান রাইটস জানিয়েছেন।বিদ্রোহীরা আসাদ পরিবারের এই সমাধি কমপ্লেক্স এ আগুন ধরিয়ে সম্প্রদায়ের শক্ত কাটি পরিচিত লাতাকিয়া অঞ্চলে অবস্থিত।
দীর্ঘ স্বৈরশাসক ভাষার আল আসাদের পতনের পর সিরিয়ার এই অন্তবর্তীনকালীন সরকার গঠন করা হয়েছে।
অন্তবর্তীনকালীন সরকারে নিয়োগ করা হয়েছে মোহাম্মদ আল বশির কে তিনি আসাদ সরকার পতনের বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন।
এক টেলিভিশন ভাষণে মোহাম্মদ আল বসির জানিয়েছেন একমাস পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব পালন করবেন।