নিজস্ব প্রতিবেদকঃরাজধানীর পুরান ঢাকার ইসলাম পুর নবাববাড়ি পুকুর পাড়ে খাজা খালেদ চিশতির খানকা শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা:)ও আহলে বাইত এর স্বরণে নাতে রাসূল, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ এশা মাহফিল শুরু হয়। খাজা খালেদ চিশতি নাতে রাসূল পরিবেশন করেন।পরে সৈয়দ মাহবুবুর রহমান কুতুব নাতে রাসূল পরিবেশন করেন।
এ-সময় উপস্থিত ছিলেন। ঢাকা জার্নালিস্ট কাউন্সিলর সাধারণ সম্পাদক, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ -সভাপতি মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক, খাজা খাজা মো: হানিফ নান্না,খাজা সাজ্জাদ,রাজিব চৌধুরী, রাসেল,সেলিম বেপারি ফায়সাল, হারুন,প্রমুখ মিলাদ মাহফিল শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। খাজা খালেদ চিশতি আগত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।