শিরোনাম

মোহাম্মদপুর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করলো পুলিশ


খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির পৌর শহরের কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে খাগড়াছড়ি সদর থানা পুলিশ এক অভিযান চালিয়ে একটি দেশী তৈরী বন্ধুক ও গুলি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, আজ শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় কতিপয় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা এর নেতৃত্বে পুলিশের এক দল সদস্য মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাদের সাথে থাকা অস্ত্র ও গুলি ফেলে পাহাড়ের জঙ্গল পথে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয় জনগণের উপস্থিতিতে তল্লাশি করে একটি দেশী তৈরী বন্ধুক ও গুলি উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় মামলা রুজু করা হবে এবং পলাতক সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। খুব শীঘ্রই তাদের বিভিন্ন প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments