শিরোনাম

আসছে বাংলা নববর্ষ ১৪৩২, উপলক্ষে প্রস্তুতি সভা


রফিকুল ইসলাম রফিক,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যা ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে। এটি শুধু একটি উৎসবই নয়, বরং বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে গণ্য হয়। বাংলা ১৪৩২ সনকে বরণ করে নিতে এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৯ এপ্রিল সকাল ১১ ঘটিকায় উপজেলার অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা’র সভাপতিত্বে  বক্তব্য রাখেন উলিপুর থানা পুলিশ অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ জিল্লুর রহমান, হাফেজ মোঃ রহুল আমিন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের বিভিন্ন ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, প্রাচীনকাল থেকেই বাঙালিরা পহেলা বৈশাখ উদযাপন করে আসছে। স্বাধীনতার পর এই দিনটি জাতীয় উৎসবে পরিণত হয়। দিনটি উপলক্ষে বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাঙালিরা তাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানায়। সভায় আগত অতিথিবৃন্দ নববর্ষ উদযাপনকে ঘিরে নিরাপত্তা, অনুষ্ঠান ব্যবস্থাপনা, জনসচেতনতা ও সাংস্কৃতিক পরিবেশনা সংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরেন এবং সেগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সবার মতামতের ভিত্তিতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পহেলা বৈশাখ উদযাপনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments