গজারিয়া,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪৭) নামের এক পথচারী নিহত হয়েছে।
নিহত জাহাঙ্গীর আলম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি গ্রামের নোয়াব মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সাটার মিস্ত্রি বলে জানা গেছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) বিকাল পৌণে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া পার্কের মোড় এলাকায় এঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার বিকাল পৌণে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পার্কের মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সাটার মিস্ত্রি জাহাঙ্গীর আলম। এ সময় তিনি কুমিল্লাগামী লেনে আসলে কুমিল্লাগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘ নিহতের লাশ বর্তমানে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। আমরা ঘাতক বাসটিতে শনাক্ত করার চেষ্টা করছি’।