শিরোনাম

গজারিয়ায় মেঘনা নদীতে মিলল অজ্ঞাত তরুণের ভাসমান লাশ


 

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ)  দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এর আগে সকাল দশটার দিকে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয় জেলেরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়,নয়ানগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে বৃহস্পতিবার সকালে মাছ ধরার সময় স্থানীয় জেলেরা নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে গজারিয়া নৌ পুলিশ কে বিষয়টি অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম জানান, আনুমানিক ১৮-২০ বছর বয়সী খালি শরীরে অর্ধগলিত ওই তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments