শিরোনাম

বিএনপির মিডিয়া সেলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ


 

জীতেন বড়ুয়া,খাগড়াছড়িঃ বিএনপির মিডিয়া সেলের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে চার ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাহবুবুর রহমানের ছেলে তোফায়েল আহমেদ, মোস্তাফিজুর রহমানের ছেলে মেহেদী হাসান রিয়াদ, খাগড়াছড়ির মানিকছড়ির আব্দুল মতিনের ছেলে মোক্তাদির হোসেন ও গুইমারার মো. জয়নাল আবেদীনের ছেলে আল আমীন।

সোমবার রাতে খাগড়াছড়ি সদর থানায় ব্যবসায়ী মো. আলমগীর হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগে সন্ধ্যায় তাদের খাগড়াছড়ি শহরের ভাঙা ব্রিজ এলকা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা কখনো কখনো নিজেদের দৈনিক দিনকাল ও দিগন্ত টিভিসহ একাধিক পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিলেও কোন পরিচয়পত্র দেখাতে পারেনি। এ সময় গণতদন্ত স্টীকার লাগানো একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। জব্দকৃত গাড়ির নাম্বার ঢাকা মেট্রো-গ-১১-৩৯৬৮।

মামলার অভিযোগ সূত্রে জানা যায় ,‘গ্রেফতারকৃত আসামী ছাড়াও আরো অন্তত ৭ জন সোমবার বেলা ১১টার দিকে একটি প্রাইভেটকারে করে দীঘিনালার রাকীব ও সেন্টুর ব্রিক ফিল্ডে গিয়ে নিজেদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য পরিচয় দেন এবং তারেক রহমান তাদের পাঠিয়েছে মর্মে হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবী করেন। প্রাইভেট কারের সামনে গণতদন্ত স্টিকার লাগানো ছিল। প্রথমে ব্রিক ফিল্ড মালিক সেন্টু কাছে দুই লাখ টাকা চাঁদা করা হয়। সেন্টু ভয়ে এক লাখ টাকা দেন। এরপর বাদী মো: আলমগীর হোসেনে ব্রিক ফিল্ডে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। তিনি এক লাখ দিতে চাইলেও না নিয়ে উল্টো হুমকি-ধমকী দিতে থাকেন। বিষয়টি ব্রিক ফিল্ড মালিক সমিতির সদস্যদের জানানো হলে ব্রিক ফিল্ড মালিকসহ লোকজন জড়ো হলেও আসামীরা আরো ক্ষীপ্ত হন।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ বলেন ,‘ গতকাল দুুপুরে এখানে চার জন সাংবাদিক এসেছিল। তারা নিজেদের বিএনপির মিডিয়া সেলের লোকর বলে পরিচয় দেন। আমার সাক্ষাৎকারও গ্রহণ করেছিল। পরে তারা চলে যান। ’

খাগড়াছড়ির সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, অভিযোগের প্রেক্ষিতে চার ভূয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments