শিরোনাম

তারেক রহমান খালাস পাওয়ায় ফখরুলের স্বস্তি প্রকাশ 


২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার ১ ডিসেম্বর বিকেলে সাড়ে ৩টায় লন্ডন থেকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন।মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান এ তথ্য জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ঐতিহাসিক রায়ের মধ্যেদিয়ে আবারো প্রমাণ হলো যে তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।

তিনি বলেন মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি।এই রায় প্রমাণ হল আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলায় তারেক রহমানকে  অভিযুক্ত করেছিলেন।তারেক রহমান তার বিরুদ্ধে করা মামলা আইনগতভাবেই মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।  

উচ্চ আদালতের রায় শুকরিয়া আদায় করে মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments