শিরোনাম

পূর্ণিমার প্রথম স্বামীকে বিয়ে করলেন চিত্র নায়িকা কেয়া


হঠাৎ করেই বিয়ের খবর জানালেন জনপ্রিয় চিত্র নায়িকা সাবরিনা সুলতানা কেয়া।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন এই তারকা সবার কাছে দোয়া চেয়ে জানান তিনি বিয়ে করেছেন গতকাল ২৮ নভেম্বর।

জানা গেছে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন তিনি। কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া তিনি একজন ব্যবসায়ী। 

মোস্তাক কিবরিয়া দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার প্রথম স্বামী ছিলেন।২০০৫ সালের  ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বিবাহে বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। তার সাথে ডিভোর্স হয় ২০০৭ সালের ১৫ মে। গণমাধ্যমে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া বলেন হঠাৎ করেই পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে আমাদের সুস্থ থাকার কারণে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছে করে আয়োজন করার ইচ্ছা আছে উল্লেখ্য মাত্র ১৪ বয়সে আমিন খানের বিপরীতে কঠিন বাস্তব সিনেমার মাধ্যমে ডালিউডে পা রাখেন কে এটি নির্মাণ করেছেন মমতাজুর রহমান আকবর এরপর টানা ডজন চলচ্চিত্র অভিনয় করেন তিনি এছাড়া তার একাধিক বিজ্ঞাপনচিত্র দারুন জনপ্রিয়তা পায়।

কিন্তু নায়িকা কেরিয়ারের যখন সাফল্য চূড়ায় ঠিক তখনই সিনেমা থেকে অন্তরালে চলে যান কে পরবর্তী ২০১৫ সালে দিয়ে আবারো পদ্মায় ফেরেন তিনি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কে অভিনীত বেশ কয়েকটি সিনেমা। 

চলচ্চিত্রে মান্না রুবেল আমিন খান রিয়াজ ফেরদৌস আর শাকিব খানের মতো হিরোদের বিপরীতে অভিনয় করেছেন কেয়া। 


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments