শিরোনাম

শবে মেরাজে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবি আল্লামা ইমাম হায়াত


মো.জসিম উদ্দিন জয়ঃ রাজধানী ঢাকাতে শবে মেরাজে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবিতে বিশ্ব সুন্নি আন্দোলনের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ১২-টার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে সত্য ও জীবনের উপলব্ধির জন্য শবে মেরাজের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে বিশ্ব সুন্নি আন্দোলনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন, আনন্দ র‌্যালি ও সমাবেশে করেন রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব। এসময় দলটির নেতারা দেশের বর্তমান পরিস্থিতি ও জনগনের অধিকার নিয়ে এ দাবি জানান বক্তারা।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সহ অন্যান্য নেতাকর্মীরা। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান মেরাজ শরীফ দয়াময় আল্লাহ তাআলার সাথে আমাদের মহান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের মোবারক প্রত্যক্ষ সাক্ষাত।

তিনি আরও বলেন, মেরাজে নবীজির (সা.) সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতালার স্বয়ং প্রকাশ ঘটে, যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত। সৃষ্টি কর্তার আদেশ মেনে চলা হলো ইমানের অঙ্গ। এর শুকরিয়া না হলে নাফরমানি হবে। তবে রমজান ও কোরবানির ঈদের মতো ঈদে মেরাজ হুকুমগত নির্ধারিত ঈদ নয়। ঈমানি হৃদয়ের ঈদ, যার সঙ্গে অন্য কোনও বিষয়ের তুলনা চলে না। এসময় শবে মেরাজে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবি জানান তিনি।

ইসলামের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য সকলে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব সব সময় মানুষ কল্যাণে কাজ করেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments