অত্যাচারীদের বিচার বিএনপি যতটা চায়, ততটা আর কোনও দল চায় না: মীর নেওয়াজ

নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায়, ততটা আর কোনও দল চায় না। কারণ বাংলাদেশে সংস্কার এবং বিচারের কথা সর্বপ্রথম বলেছে বিএনপি। এ দেশে যত নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে, তার বড় অংশই হয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপর।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার রাজারদেউরি এলাকাবাসীর পক্ষ থেকে ডে নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান এবং রাধিকা মোহনা বাসক লেনের এলাকাবাসীর সাথে উঠান বৈঠকের আয়োজিত আলোচনা সভা করেন সভায় এসব কথা বলেন তিনি।
নেওয়াজ আলী আরো বলেন, বাংলাদেশের মানুষ কখনও দেশনেত্রী খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি, তারেক রহমানকে ও দেয়নি, বিএনপির নেতাকর্মীকেও দেয়নি।

বিগত সরকারের আমলের মিথ্যা মামলা ও দমন-পীড়নের প্রসঙ্গ টেনে মীর নেওয়াজ আলী বলেন, ‘আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে ইউনিট পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা হয়েছে।

আমার বিরুদ্ধেও ১০০টি উপরে মামলা দিয়েছে। তবু আমরা দল ও আদর্শ থেকে একদিনের জন্যও বিচ্যুত হইনি।
কোতোয়ালি থানার বিএনপি যুগ্ম আহ্বায়ক নব গোপাল দত্ত সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জজ্ , কোতোয়ালি থানার জিয়া মঞ্চের সভাপতি মো. জলিল, সাধারণ সম্পাদক মোঃ তারেক, কোতোয়ালি থানা ছাত্রদল নেতা মোঃ রাকিব, লালবাগ থানা ২৩ নং ওয়ার্ডের সদ্য সাদেক যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাসেল, কোতোয়ালি থানা যুব নেতা মোঃ সবুজ সহ উক্ত উঠার বৈঠকে আরো উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সহ অত্র এলাকার বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments