প্রথমবার যুক্তরাষ্ট্রে গান গাইতে যাচ্ছেন আতিয়া আনিসা

বিনোদন ডেস্কঃ২০১৭ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ দিয়েগানের জগতে ক্যারিয়ার শুরু করেছিলেন এই সংগীতশিল্পী  আতিয়া আনিসা। ‘পায়ের ছাপ’ সিনেমায় ‘এই শহরের পথে পথে’ গানের জন্য ২০২২ সালে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ঢালিউড নির্মাতা রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার ‘চল নিরালায়’ গানটি তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

জনি হকের লেখা গানটিতে আনিসার সহশিল্পী ছিলেন অয়ন চাকলাদার। এবার প্রথমবারের মতো সংগীত সফরে আমেরিকায় যাচ্ছেন‘সেরাকণ্ঠ’খ্যাত এ সংগীতশিল্পী। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠানের এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন এসংগীত শিল্পী।

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়েউচ্ছ্বসিত আতিয়া আনিসা বলেন, নিজের গাননিয়ে প্রথমবার আমেরিকা যাচ্ছি। ক্যারিয়ারের শুরু থেকেই আমার স্বপ্ন ছিল— নিজের গান নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং দেশের সংগীতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা। সেই স্বপ্নের একটি অংশ পূরণ হওয়ার পথে।

তিনি বলেন, এটি আমার প্রথম যুক্তরাষ্ট্রে ভ্রমণ। তবে গান নিয়ে এটি চতুর্থ আন্তর্জাতিক সফর। আশা করি, এই পথ আরও দীর্ঘ হবে এবং বাংলা গানকে বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন আরও সত্যি হয়ে ধরা দেবে।
আতিয়া আনিসা বলেন, কয়েক দিনের মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। সফর শেষে আগামী ২৯ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। তবে শো বাড়লে আরও কিছুদিন পর ফিরবেন।

উল্লেখ্য, আতিয়া আনিসা এর আগে ব্যাংকক,ভারত ও অস্ট্রেলিয়ায় সংগীত পরিবেশন করেছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments