সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মহানগর প্রেস ক্লাব ঢাকা’র মানববন্ধন

স্টাফ রিপোর্টার: রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মহানগর প্রেস ক্লাব, ঢাকা।

বাংলাদেশের পত্রিকা

১৪ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪:০০ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মহানগর প্রেস ক্লাবের সভাপতি আরকে রেজার সভাপতিত্বে অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জয়। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিছবাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাবুল, প্রচার সম্পাদক সোলায়মান চয়ন বাঙ্গালী এবং কার্যকরী সদস্য মনির হোসেন, আসিফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভাপতি আরকে রেজা বলেন, “তুহিন হত্যার বিচার নিয়ে কোনো গড়িমসি সহ্য করা হবে না। দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচার কার্যকর করতে হবে। ”

সাধারণ-সম্পাদক জসিম উদ্দিন জয় বলেন, “সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ ধরনের হত্যাকাণ্ড আর সহ্য করা হবে না।”

বক্তারা অভিযোগ করেন, তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সমাজের নিরাপত্তার জন্য হুমকি। তারা বলেন, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি না দেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে মহানগর প্রেস ক্লাবের সদস্য ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments