নিজস্ব প্রতিবেদকঃরাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের মিলনায়তনে জমকালো আয়োজনে আত্মপ্রকাশ করেছে মহানগর প্রেসক্লাব, ঢাকা। নতুনভাবে গঠিত ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ২৩ শে জুলাই বুধবার সন্ধায় আনুষ্ঠানিকভাবে পরিচিতি লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক হেলাল খান। তিনি বলেন,“গণমাধ্যম হলো জাতির দর্পণ। সাংবাদিকেরা সমাজকে জাগ্রত রাখে, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন। আমি আশা করি, মহানগর প্রেসক্লাব সত্য ও মানবিক মূল্যবোধের পক্ষে দৃঢ় অবস্থান নেবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সিনেট সদস্য, লিওকাত আলী বলেন,“এই প্রেসক্লাব শুধু সাংবাদিকদের সংগঠন নয়, এটি হবে মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষার একটি বলিষ্ঠ প্ল্যাটফর্ম।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি,আর কে রেজা। অনুষ্ঠান সঞ্চালনায়ন করেন মোঃ জসিম উদ্দিন জয় ,সাধারণ সম্পাদক। সার্বিক তত্ত্বাবধায়নে মোঃ হাবিবুর রহমান বাবুল,সাংগঠনিক সম্পাদক।
মহানগর প্রেসক্লাব, ঢাকা
৩১ সদস্য বিশিষ্ট কমিটি:
আর কে রেজা -সভাপতি
মেছবাহ উদ্দিন – সহ সভাপতি
জাকিরুল ইসলাম – সহ-সভাপতি
শাকিল আহমেদ – সহ সভাপতি
রাশেদুল হক -সহ সভাপতি
সোহেল রানা – সহ সভাপতি
ইমরান হোসেন -সহ-সভাপতি
দেলোয়ার হোসেন – সহ সভাপতি
মোঃ জসিম উদ্দিন “জয়” – সাধারণ সম্পাদক
মোঃ নাজমুস সাকিব – যুগ্ম সাধারণ সম্পাদক
জাকিরুল ইসলাম – যুগ্ম সাধারণ সম্পাদক
মোঃ হাবিবুর রহমান বাবুল -সাংগঠনিক সম্পাদক
মোঃ ছালদার রহমান – সহ সাংগঠনিক সম্পাদক
মোঃ সোলায়মান চয়ন বাঙ্গালী – প্রচার সম্পাদক
মোঃ জয়নাল হোসেন – সহ প্রচার সম্পাদক
সৈয়দ মোহাম্মদ আবির -দপ্তর সম্পাদক
রিপন হাওলাদার – সহ দপ্তর সম্পাদক
দেবাশীষ রায় – আইন বিষয়ক সম্পাদক
শাহানাজ শানু – মহিলা বিষয়ক সম্পাদিকা
শেখ শহিদুল ইসলাম – সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
মোঃ মঞ্জিল মিয়া – সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
শেখ ফয়সাল আহমেদ – কার্যকরী সদস্য
মাহমুদ চৌধুরী – কার্যকরী সদস্য
এনায়েত কবির – কার্যকরী সদস্য
রুহুল আমিন শেখ – কার্যকরী সদস্য
মিজানুর রহমান মনির – কার্যকরী সদস্য
ইসমাইল সরকার – কার্যকরী সদস্য
জিয়াউর রহমান – কার্যকরী সদস্য
দিদারুল ইসলাম দোলন ঢালি – কার্যকরী সদস্য
সুমাইয়া ইসলাম – কার্যকরী সদস্য
আসিফ – কার্যকরী সদস্য
অনুষ্ঠানে পরিচিতি পর্ব শেষে মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।