বেলতলা এরশাদ নগর বস্তির মাদক সম্রাগী কে এই জরিনা

নিজস্ব প্রতিবেদকঃকড়াইল বস্তি বেলতলার এরশাদ নগরের জরিনা ওরফে মাদক সম্রাগী। তিনি দীর্ঘদিন যাবৎ এরশাদ নগরে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে, ইয়াবা, গাঁজা হেরোইন এবং বিশেষ করে বিদেশী আইসের মত মাদক ও বিক্রি করেন এই জরিনা।এই কড়াইল বস্তিতে এরশাদনগর এলাকায় একটি নামেই শুনা যায়। মাদকের গড ফাদার জরিনা। তবে কিছুদিন আগে পুলিশ তাকে গ্রেফতার করলেও ফের জেল থেকে বেরিয়ে আবারও পুরোদমে শুরু করেছেন ব্যবসা। তবে এই ব্যবসার সাথে জড়িত আছেন বা সাপোর্ট দিচ্ছেন এলাকার কিছু নামধারী নেতা। যার নাম বেশি শুনা যায়,ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড বনানী কৃষকদলে সাধারণ সম্পাদক, রাজা। আরও কিছু নেতা আছেন যাদের পদ -পদবি নাই বিএনপির নাম ভাঙ্গীয়ে করছেন অপরাধ। তবে দলীয় ও প্রশাসনীক ভাবে ব্যবস্থা না নিলে এ অপরাধ ক্রমেই বাড়বে। এই নেতাদের ছত্রছায়ায় জরিনা দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আছসেন, বেলতলা এরশাদ নগরে। মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন তবে অতি দ্রুত সময়ের ভিতর যদি প্রশাসন থেকে কার্যকর কোনো ভূমিকা বা বড় ধরনের কেন অভিযান পরিচালনা করা না হয়। তাহলে এই এরশাদনগরে যে মাদকের ছড়াছড়ি জরিনার হাত ধরে তা বন্ধ করা মুসকিল হয়ে পরবে। এলাকাবাসীর জানিয়েছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রয়ী ভাবে পদক্ষেপ না নিলে বেলতলা বস্তিতে বসবাস অযোগ্য হয়ে পড়বে।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments