শিরোনাম

মিথ্যা মামলা থেকে সরে আসার আহবান-ইমাম হায়াত


নিজস্ব প্রতিবেদকঃ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত বলেন,মিথ্যা মামলা ও ব্যাপক গ্রেফতার, সরকারের সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারকে রাষ্ট্রদ্রোহিতার মামলা বলে অনুমোদন ইত্যাদি ভয়ংকর রাজনৈতিক নিপীড়ন, বিশেষভাবে মা বোনদের গ্রেফতার ও লাঞ্ছিত করা- এই সরকারকেই আগের মত গণতন্ত্রের শত্রু হিংস্র পাশবিক স্বৈরদস্যুতান্ত্রিক ফ্যসিস্ট হিসেবে কলঙ্কিত করা এবং জংগীবাদের সহযোগি জালিম হিসেবে ইতিহাসে ঘৃনিত করার ষড়যন্ত্র বলে আমরা মনে করি।

সরকারের ভিতরের একটা চরমপন্থী গ্রুপের ক্ষমতার অপব্যবহার ও পুলিশের কিছু অতিচালাক অতিউৎসাহী বেপরওয়া উগ্রবাদি মানসিকতার কর্মকর্তা ইতোমধ্যেই এই সরকারকে জনরোষের মধ্যে ফেলেছে এবং সন্মানিত প্রধান উপদেষ্টার ইমেজ মারাত্মক নষ্ট করেছে।

অন্যায় অবিচার মিথ্যা মামলা ও গরীবের রুটি রুজির উপর জঘন্য অমানবিক আক্রমণাত্মক অবস্থানের কারনে জনগণের মধ্যে ব্যাপক ঘৃনা ও ক্রোধ তৈরি হয়েছে।

সরকার আসলে কে চালাচ্ছে এবং এসব হটকারি পাশবিক সিদ্ধান্ত কে নিচ্ছে এসব নিয়ে জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তি দেখা দিয়েছে।

সরকারি প্রশ্রয়ে ধর্মের নামে অধর্ম উগ্রবাদ জংগীবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির প্রাদুর্ভাব ও মারাত্মক দুর্নীতির কারনে রাষ্ট্রের ভবিষ্যত নিয়েও জনগণের মধ্যে আতংক ও হতাশা দেখা দিয়েছে।

মিথ্যা মামলা, অবৈধ গ্রেফতার, অন্যায় রিমান্ড, জেল জুলুম , বাক স্বাধীনতা হরন,আমাদের বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা ইত্যাদি করে মিথ্যাকেই রাষ্ট্রের ভিত্তি করে ফেলা হয়েছে এবং জুলুম পাশবতা স্বৈরদস্যুতাই সরকারের চরিত্র সাব্যস্ত হয়ে গেছে।

আমরা ইনসানিয়াত বিপ্লব humanity revolution একক ধর্মের নামে স্বৈররাজনীতির বিরোধী এবং বস্তুবাদি জাতীয়তাবাদি স্বৈররাজনীতির বিরোধী সংগঠন।

আমরা ইনসানিয়াত বিপ্লব humanity revolution সত্য ও মানবতার মুক্তির উৎস রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- মর্যাদা- মালিকানা ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াতের লক্ষ্যে সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির ধারক দল।

আমরা আওয়ামী লীগের রাজনৈতিক মতবাদ ও রাজনীতির সম্পূর্ণ বিপরীত ও বিরুদ্ধ আদর্শিক একাডেমিক সংগ্রামী সংগঠন।
কিন্তু নারায়নগঞ্জের দলীয় রাজনীতির উর্ধে জনগণ ও সব দলের বিশাল জনপ্রিয় মহিলা নেত্রীকে গ্রেফতার ও মহিলা শিল্পীদের মিথ্যা মামলায় গ্রেফতার জনগণকে সরকারের প্রতি বিক্ষুব্ধ করে তুলেছে এবং এতে সরকারই কলুষিত হয়েছে।
হাজার হাজার মিথ্যা অভিযুক্তদের জামিন না দেয়ার কারনে সরকারের স্বৈরদস্যুতান্ত্রিক চরিত্র ও আগের আমলের মত আদালতের উপর অবৈধ হস্তক্ষেপ এবং আগের আমলের মত আদালতের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

আমরা রাষ্ট্র ও জনগণ আগের দুর্বিসহ শ্বাসরুদ্ধকর আঁধার থেকে আপনাদের আরেক দুর্বিসহ শ্বাসরুদ্ধকর আঁধারে পড়ে কাতরাচ্ছি।

অন্তর্বর্তী সরকারের প্রতি শুরুতে আমাদের এবং গণতন্ত্রকামি সকল মানুষের যে আস্থা ও আশা ছিলো তা নিবে যাচ্ছে।

রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে পুলিশ প্রশাসন আদালত অপব্যবহার করে দমন পীড়ন মিথ্যা মামলা গ্রেফতার জেল জুলুম, কন্ঠরোধ ,সন্মানিত মানুষদের লাঞ্ছিত করা রাষ্ট্রীয়সন্ত্রাস স্বৈরদস্যুতা কোনো কৃতিত্ব বা গৌরবের বিষয় নয় বরং চরম ঘৃন্য ও অমানুষের পরিচয়।

আগের মত দমন পীড়ন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখার ও রাষ্ট্রকে একক গোষ্ঠীকরণের পরিণতি কখনোই ভালো হয় না সফল হয় না।

আমরা মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব humanity revolution রাষ্ট্র ও সরকারের সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানাচ্ছি- এখনো সময় আছে মিথ্যা – জুলুম- স্বৈরতা- উগ্রতা- নিপীড়নের পথ থেকে ফিরে এসে অধর্ম উগ্রবাদ জংগীবাদ প্রশ্রয় না দিয়ে গণতান্ত্রিক চরিত্র অনুসরণ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে ভবিষ্যত ইতিহাসে নিজেদের সন্মানিত ও অনুসরনীয় দৃষ্টান্ত করে রাখুন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments