শিরোনাম

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালিত


খাগড়াছড়ি প্রতিনিধিঃ “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার(০১মে) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস পালন করা হয়। এ দিবসটির উপলক্ষ্যে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়ে, টাউন হল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা এনএসআই যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তারসহ বিভিন্ন শ্রমিক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments