নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরে বিশিষ্ট আলেম ও মসজিদের ইমাম আল্লামা রইস উদ্দিনকে রাজাকারের দল কর্তৃক নির্মম হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন,বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত ।
সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত আল্লামা রইস উদ্দিনের মর্মান্তিক হত্যার জন্য পুলিশকেও দায়ী করে বলেন,ঢাকায় গাজা ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদ সমাবেশ থেকে ফেরার পথে।
খুনি জংঙ্গীবাদের হিংস্র মব হামলায় মারাত্মক ভাবে আহত আলেমকে হসপিটালে না নিয়ে চিকিৎসার ব্যবস্থা না করে হাতকড়া পরিয়ে থানায় আটক করে রেখে অমানুষ অমানবিক পুলিশ তাঁকে মৃত্যুর মূখে ঠেলে দেয়।
পুলিশের হিংস্র পাশবিক ঘৃন্য বর্বর আচরণের তীব্র প্রতিবাদ করে আল্লামা ইমাম হায়াত বলেন, আহত আলেম রইস উদ্দিন মৃত্যুর পূর্বে পুলিশের গাড়িতে পানি চাইলেও যুগের মোয়াবিয়া এজিদের দল রাজাকার খুনিদের ইশারায় মূখের কাছে পানি নিয়েও পুলিশ পানি না দিয়ে পানির বোতল ফিরিয়ে নেয়।
আল্লামা রইস উদ্দিনের হত্যাকারি সকল খুনি জংঙ্গীবাদি ও দায়ী পুলিশদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান, ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক হিংস্র পাশবিক অধর্ম উগ্রবাদি জংঙ্গীবাদি সাম্প্রদায়িক জালিম অপশক্তির খুন সন্ত্রাস স্বৈরদস্যুতা থেকে জীবনের নিরাপত্তা- সব মানুষের জীবনের স্বাধীনতা – সবার ধর্ম- রাষ্ট্র – গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় দেশের সকল মানবিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।