শিরোনাম

নদীভাঙ্গন রোদে ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন মানববন্ধন


টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় ও মুন্সীগঞ্জ সদর উপজেলার রাখির কান্দি, দেওয়ান কান্দি ও শিলই গ্রাম পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গন রোধে জরুরী ব্যাবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত ঘন্টাব্যাপী টঙ্গিবাড়ী উপজেলার সিমান্তবর্তী মুন্সীগঞ্জ সদর উপজেলার রাখির কান্দি গ্রামের মাদানী কমপ্লেক্সেের সামনে পদ্মা নদীর পাড়ে মাদানী কমপ্লেক্সে এবং টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়ন ও সদর উপজেলার শিলই ইউনিয়ন এর জনগনের আয়োজনে এ মানববন্ধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।

এসময় ভাঙ্গন কবলিত এলাকার মানুষের সাথে মানববন্ধন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদানী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি হাফিজ উদ্দন (দাঃ বাঃ) টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামীম মোল্লা, মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সোহাগ বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী মজিবর সরদার, দিঘীরপাড় বাজার ব্যবসায়ী মিজান খান সহ আরও অনেকে।

উক্ত মানববন্ধনে টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক তার বক্তব্যের প্রথমেই বলেন মহান আল্লাহ তায়ালা ভাঙ্গন কবলিত এলাকাকে ও এই এলাকার মানুষ কে হেফাযত করুক।

তিনি আরও বলেন, অন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্ঠা ড.মুহাম্মদ ইউনুস সাহেবের প্রতি আমাদের বিনীত আবেদন তিনি যেন অতি দ্রুত ভাঙ্গন কবলিত এই এলাকায় স্থায়ী বাধের ব্যবস্থ করেন।

এরপর মাদানী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি হাফিজ উদ্দিন( দাঃ বাঃ) দোয়া ও মোনাজাতের মাধ্যমে মানববন্ধন সমাপ্ত করেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments