শিরোনাম

সড়ক পরিবেশ দূষণ করায় শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ


‎হাফিজুল শরিফ,মাদারীপুর প্রতিনিধিঃমাদারীপুর সরকারি কলেজের মাঠ, সড়ক, পরিবেশ দূষণ করায় শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ দুপুরে মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয় এবং কলেজ কতৃপক্ষ ব্যক্তিগত মালিকাধীন কনস্ট্রাকশনের মালামাল সরানোর সময় নির্ধারণ করে দেয়ায় বিক্ষোভ সমাবেশ স্থগিত করেন।

‎জানা যায়, মাদারীপুর সরকারী কলেজে মাঠ,চলাচলের রাস্তা দখল করে কলেজ চলাকালিন সময় পার্শ্ববর্তী মালিকানাধীন বহুতল ভবনের কনস্ট্রাকশন এর কাজ করে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত তৈরি করছে ও পরিবেশ দূষণ করছে যা সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি তৈরি করছে। তাই আজকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগ ৪র্থ বর্ষের শিক্ষার্থী জিল্লুর রহমান সম্রাট প্রতিবাদ জানায় এর পরিপেক্ষিতে কলেজের সকল শিক্ষার্থীরা এক হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। এবং কলেজ মাঠ থেকে তাদের মালামাল সরিয়ে নেয়া না হয় বা কলেজ কতৃপক্ষ দেয়াল না দেয়, তাহলে অবস্থান কর্মসূচি করার ঘোষণা দেয়া হয়। এসম মালিক এমদাদুল হক খানের পক্ষে কলেজ কর্তৃপক্ষের কাছে সময় চাইলে আগামী পাঁচ দিনের মধ্যে কনস্ট্রাকশনের সকল মালামাল সরানোর এবং কোন প্রকার সমস্যা যাতে শিক্ষা প্রতিষ্ঠানের না হয়, এই কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে সময় নির্ধারণ করে দেন কলেজ কর্তৃপক্ষ। এরপরে মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষের অনুরোধে সকল কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা এবং তবে আগামী পাঁচ দিনের মধ্যে তাদের কথামতো কনস্ট্রাকশন এর মালামাল সরানো না হলে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

‎এসময় মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান খান ঘটনাস্থলে এসে শিক্ষার্থী ও ব্যক্তি মালিকানাধীন বহুতল ভবনের মালিকপক্ষের সাথে কথা বলে পাঁচ দিনের সময় নির্ধারণ করে দেন। এবং তিনি বলেন, এই মালামাল সরাতে একটু সময় লাগবে তাই আমাদের কাছে ৫ দিনের সময় দিয়েছি মাঠের এবং রাস্তার আশপাশে যে মালামাল আছে সেগুলো সরিয়ে নিতে পারে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments