শিরোনাম

মাদারীপুরের শিবচর থেকে চারটি ককটেল, গুলি ও ২১৫ পিস ইয়াবা উদ্ধার


মাদারীপুর প্রতিনিধিঃমাদারীপুরের শিবচর থেকে ৪ টি ককটেল, ১ টি গুলি ও ২১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে যৌথ বাহিনি।গত শুক্রবার দিনগত রাত ৩ টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকার কুদ্দস হাওলাদারের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।শনিবার বিকেলে ওই বাড়ির পিছনে একটি মাঠে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

পুলিশ জানায়, বাড়ির মালিক কুদ্দুস হাওলাদারসহ তার পরিবার মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় এই বাড়িটি তাদের নজরদারিতে ছিল।গত রাতে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বাড়িতে কিছু লোক ইয়াবা সেবন ও বিক্রি করছে।খবর পেয়ে গত রাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় ওই বাড়ির নিচ তলার একটি কক্ষ থেকে ৪ টি ককটেল, ১ টি গুলি ও ২১৫ পিস ইয়াবা ও কয়েটি আইডি কার্ড, ও ইয়াবা সেবনের বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
আজ দুপুরে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে বিকেলে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।এ বিষয় ৩ টি মামলা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করতে পারনি পুলিশ।

তবে পুলিশ আরো জানায়,বাড়িতে ওলিউর রহমান খান নামে একজন যুবকের আইডি কার্ড,প্রেস কার্ড ও মেডিকেল কাগজ পত্র উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে ও ঘটনার রহস্য উদঘাটন করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করা যায় দ্রুত এঘটনার রহস্য উদঘাটন হবে।

এবিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: সালাউদ্দিন কাদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই বাড়িতে আমারা যৌথ বাহিনী, সেনা বাহিনী পুলিশ অভিযান পরিচালনা করে বাড়ির প্রতিটি কক্ষের তালা ভেঙে ভিতরে সার্চ করি।প্রতিটি রুমে মাদক কেনা বেচার আলামত পাই।পরো ৪ টি ককটেল, ১ টি গুলি,২১৫ পিস উদ্ধার করি।পরে ডিএপিতে চিঠি দেওয়া হয়।।পরে তাদের সহায়তায় বোম গুলো নিষ্ক্রিয় করা হয়।এ বিষয়ে তিনটি মামলা হয়েছে। একজনকে সনাক্ত করা হয়েছে। তার নাম ওলিউর খান ।সে এই বাড়ির প্রতিটি ফ্লাট ভাড়া নিয়েছিলো। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।আর বাসার মালিক তিনি বিদেশে অবস্থান করতেছে।আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments