শিরোনাম

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা প্রাথমিক বাছাই পর্ব ১ম দিন”


মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃগাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলা, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ খ্রিঃ এর প্রাথমিক বাছাই পর্ব ১ম দিনের কার্যক্রম।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয় সাধারণ জনগণের উদ্দেশ্যে জানান-নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ সচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীরা চাকুরী পাবে। গাইবান্ধাবাসীর প্রতি নিবেদন কেউ দালাল, প্রতারক চক্রের প্রলোভনে পড়বেন না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে দালাল/প্রতারক চক্র থেকে দূরে থাকুন। কোন প্রার্থী আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার প্রার্থীতা তাৎক্ষনিক বাতিল সহ গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতারক ও দালাল চক্র সম্পর্কে অবগত হলে তাৎক্ষণিক আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তথ্য প্রদান করুন।

পবর্তীতে নিয়োগ বোর্ডের সভাপতি জনাব নিশাত এ্যঞ্জেলা, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগন স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments