মনির হোসেন,দোহার প্রতিনিধিঃ ঘটনার প্রত্যক্ষদর্শী, স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সোমবার দিবাগত রাত সারে তিনটার দিকে উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকার ব্যবসায়ী মো: শাহজাহান এর বাড়ির নিচতলার বারান্দার গেট ভেঙ্গে দ্বিতীয় তলায় একটি কক্ষে প্রবেশ করে ৫/৬ জনের একটি ডাকাত দল। এসময় ডাকাতরা শাহজাহানের গলায় ছুড়ি ধরে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তার স্ত্রী আকলিমা আক্তারকে তার গলায় ও কানে থাকা স্বর্ণালংকার খুলে দিতে বলেন। এরপর ঘরের আলমিড়াতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা দিতে বলেন। এসময় ডাকাতরা বাড়ির দ্বিতীয় তলায় তার মেয়ে নুসরাত জাহান ও তাসনিম জাহানের ঘর সহ মোট তিনটি ঘরের আলমারি ও অন্যান্য সব আসবাবপত্র ভেঙ্গে ৩৩ ভরি স্বর্ণ ও নগদ প্রায় দুই লক্ষ টাকা লুটে নিয়ে যায়। এ সময় বাড়ির সিসি ক্যামেরার ডিভিআর খুলে নেয় ডাকাতরা। সবমিলে ১০/১২ জনের একটি ডাকাত দল হানা দিয়েছিল বলে জানান, বাড়ির মালিক জয়পাড়া বাজারের আল-জাহান ট্রাভেলস ও আল- জাহান মটরস এর কর্ণধার মো. শাহজাহান। খবর পেয়ে ঘটনাস্থলে যান দোহার থানা পুলিশ। লিখিত অভিযোগ পাবার পর ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা