শিরোনাম

গজারিয়ায় উৎসবের আবহে নববর্ষ উদযাপন


গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের গজারিয়া ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষ  উদযাপিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪৩২ বাংলা নববর্ষ বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দিবসের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা’ বের হয়ে রসুলপুর বট তলা পর্যন্ত প্রদক্ষিণ করে ফের উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুদিন দিনব্যাপী লোকজ মেলার   উদ্বোধন করেন ইউএনও আশরাফুল আলম। উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পান্তা রুইয়ের আয়োজন করা হয়৷

অপরদিকে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান পরিবেশন করেন। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাতাব উদ্দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন।

শোভাযাত্রায় গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো. রিগান মোল্লা, উপজেলা কৃষি অফিসার ফয়সাল আরাফাতবিন ছিদ্দিক, উপজেলা প্রকৌশলী
সামিউল আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার
আবু ছাঈদ মল্লিক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, গজারিয়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির
যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম রনিসহ বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments