শিরোনাম

পুলিশের হ্যান্ডকাফ সহ দুই মাদক ব্যবসায়ীর পলায়ন


হাফিজুল শরিফ, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি থানা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ সহ পালিয়ে গেছে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় কালকিনি মাছ বাজার থেকে পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাজী স্বপন নামে কালকিনি থানার এক পুলিশ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

হ্যান্ডকাফ সহ পলাতকরা হলেন, কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকা মেইন খানের বড় ভাই রাশেদুল খান ও কালকিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি আল-আমিন সরদার।

জানা গেছে, তাদেরকে ১০০ পিচ ইয়াবাসহ মাছ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের ধরতে বর্তমানে পুলিশি অভিযান অব্যাহত আছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি মাছ বাজার থেকে ২ নং ওয়ার্ড এলাকার দিকে দুইজন পালিয়ে যাচ্ছিল। এসময় তাদের পুলিশের হ্যান্ডকাফ দেখা যায়। এরপরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এস আই আবুল বাশার সঙ্গীয় ফোর্সদের নিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছিল। তারা পালিয়ে গেছে। কিন্তু হ্যান্ডকাফ নিয়ে পালায় নাই। হ্যান্ডকাফ রেখেই পালিয়েছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments