খাগড়াছড়ি প্রতিনিধিঃ ফিলিস্তিনে গাজায় ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গুইমারা উপজেলার সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়। মিছিলে প্রতিটি মসজিদ থেকে ইমামগণ মুসল্লী নিয়ে অংশগ্রহণ করে। হাজারো তৌহিদী জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামের মিডিয়া শাখার গুইমারা উপজেলা সম্পাদক আবু বকরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি মাওলানা নোমান, মাওলানা জায়নুল আবদীন, মাওলানা নাঈমুল ইসলাম ও ডাক্তার রফিকুল ইসলাম।
সমাবেশে বক্তারা সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। ছাড়াও ইসরাইলি সকল পণ্য বয়কটের করার আহবান জানান বক্তারা।একই দাবীতে খাগড়াছড়ি সরকারি কলেজের সামনে মুখে কালো কাপড় বেঁধে ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচী,বিক্ষোভ ও সামবেশে করেছে জেলা ছাত্র দল ।অবস্থান কর্মসূচী শেষে বিক্ষোভ মিছিল বের কওে চেঙ্গী স্কোয়াওে এসে এক সমাবেশে মিলিত হয় । এ সময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণসম্পাদক জাহেদুল আলম জাহিদ।