মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল হারানোকে কেন্দ্র করে সালজার ব্যাপারীকে হত্যা মামলার আসামীকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৯।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, রবিবার (৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সুনামগঞ্জ পৌরসভার রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার এজাহারভুক্ত ২নং পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। যার মামলা নংঃ ৪৩, তারিখঃ ৩০/০১/২০২৫ ইং, ধারাঃ ১৪৩/৩৪২/৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০।
গ্রেফতারকৃত আসামী ফেরদৌস সরকার (২৩) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পারসোনাইডাঙ্গার (আদর্শ গ্রাম) বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মোবাইল ফোন নিয়ে পূর্বে মারপিটের ঘটনায় মামলার জের ধরে গত ২৯ জানুয়ারি রাত ৮টার দিকে রাখালবুরুজ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলাম ব্যাপারীর ছেলে সালজার ব্যাপারীকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সালজার মারা যায়।