শিরোনাম

অটিজম-সুবিধাবঞ্চিত শিশুদের সাথে যমুনা টিভির বর্ষপূর্তি উদযাপন


মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জে অটিজম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আনন্দ আয়োজনে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার দুপুরে পৌরসভার মুন্সিরহাট পলক অটিজম বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনসভা, দোয়া, কেককাটা সহ নানা আয়োজন। এতে অংশনেয় বিশেষ চাহিদা সম্পূর্ন ও সবিধাবঞ্চিত অর্ধশতাধিক শিশু।

অনুষ্ঠানে কবিতা, আবৃত্তি,গান পরিবেশন সহ বিভিন্ন আয়োজনে মেতে উঠে শিশুরা। শিশুদের হাতে তোলে দেওয়া হয় গোলাপের শুভেচ্ছা। ছিলো মধ্যাহ্নভোজের আয়োজন।

অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: শামসুল আলম সরকার। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামনুর রশীদ খোকার সঞ্চালনায় ও যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত রায়হান সাকিবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রেজাউল করিম, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) এড. মো: হালিম হোসাইন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি আরিফ-উল-ইসলাম, সিনিয়র সাংবাদিক মাহবুব আলম, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন সুমন, সাংবাদিক মো: জসিম উদ্দিন, সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম তুষার, পলক অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক দেলোয়ার হোসেন। বক্তরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদে যমুনার অবস্থান ধরে রাখার আহ্বান জানান।

আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক জাফর মিয়া, শুভ ঘোষ, সংগঠক ফারজানা আক্তার, সেচ্ছাসেবী রিফাত হোসেন, ফারদিন হাসান আবির, শাহারিয়ার আমিন, আরিয়া হোসাইন কবিতা সহ অন্যান্যরা।

এদিকে অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের স্বরণে ও দেশের জন্য দোয়া মোনাজাত করা হয়। এমন আয়োজনে উচ্ছাস প্রকাশ ও যমুনা টিভিকে শুভেচ্ছা জানান শিশু সহ অতিথীরা।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments