মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রতিবেশির জমিতে টয়লেট নির্মানে বাধা দেওয়ায় জমির মালিকের পরিবারের লোকজনের উপর হামলা এবং মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নের আমতলি গ্রামে। জমির মালিক হুমায়ুন কবির এর স্ত্রী হেনা বেগম জানান, আমাদের প্রতিবেশি রহিম শেখ, আমাদের জমিতে টয়লেট এর হাউজ নির্মান করেন এতে আমরা বাধা দিলে আমাদের মারধর করে, বাড়িতে হামলা চালায় এমনকি আমাদের বিরুদ্ধেই মামলা দেয়। সেই মামলায় আমাদের লোকজনকেই পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। অথচ গত ৩ এপ্রিল বিকেল ৪ টায় রহিম শেখ (৫৫) তার ভাই বাদল শেখ (৪০), লিটন শেখ (৩৮) গংরা আমাদের মারধর করে। পরে এলাকাবাসী আমাদের উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। সুস্থ হয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করি। সেই অভিযোগ থানায় পরে থাকলেও পুলিশ মামলা রুজু করে নাই। অথচ জমিও আমাদের মাইর খেলাম আমরা আবার আমাদের লোকজনই ধরে নিয়ে আসলো থানা পুলিশ । পুলিশ রে টাকা দিয়া রহিম শেখ এই কাজ গুলো করলো। আমরা আইনের সহায়তা তো পেলাম নাই বরং আরো হেনস্তার স্বীকার হলাম।
এ বিষয়ে অভিযুক্ত রহিম শেখ জানান,আমার বিরুদ্ধে হুমায়ুন এর স্ত্রী যে অভিযোগ তুলেছে সেটি সম্পূর্ণ মিথ্যা। আমি আমার জমিতেই টয়লেটের হাউজ নির্মান করেছি। এই নিয়ে হুমায়ুনরা আমাদের সাথে তর্কে জড়ালে এক পর্যায়ে মারামারিতে রুপ নেয়। তারা আমার বাবা কে কুপিয়ে জখম করে। এখন আমার বাবা হসপিটালে আছে।
টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, মারামারি ঘটনায় এক পক্ষ অভিযোগ করছে। অভিযোগের ভিত্তিতে একজন গ্রেফতার করা হয়েছে। অপরপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে সেটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।