শিরোনাম

ভ্যানচালককে গলাকেটে হত্যার পর পালানোর সময় গণধোলাই,পুলিশে সোপর্দ


মাদারীপুরের শিবচরে সায়েম মোল্লা (৬৫) নামে একজন ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় বৃদ্ধের ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সৈকত ঢালী (৩৫) নামে একজনকে আটক করে গণধোলাই দেয়।

গতকাল বুধবার রাত ১০ টার দিক জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সায়েম মোল্লা শিবচর উপজেলা চরজানাজাত এলাকার বাসিন্দা। আর আটককৃত সৈকত ঢালী একই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের কেরানীরবাট এলাকার আদম আলী ঢালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা নামক স্থানে রাস্তার পাশে ভ্যানচালক সায়েম মোল্লার (৬৫) গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এ সময় স্থানীয়রা চারদিকে সায়েম মোল্লার ভ্যান খুঁজতে থাকেন। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে স্থানীয়রা বৃদ্ধের ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার সময় সৈকত ঢালীকে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এবং স্থানীয়দের হাতে আটককৃত সৈকতকে হেফাজতে নেন।

এ বিষয়ে কাঠালবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ বেপারী বলেন,‘এ ধরনের ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন। আমরা এই হত্যার বিচার চাই।’

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ‘নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সৈকত ঢালী নামে একজনকে আটক করা হয়েছে। ছিনতাইকৃত ভ্যান ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতের শনাক্তের কাজ অব্যাহত রয়েছে।’


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments