খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি পৌরসভার ১নং ওয়ার্ড পৌর বিএনপির সাথে শ্রমিক দলের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।সংঘর্ষে পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোকতার হোসেন (২৮) আহত হয়েছেন।
বুধবার রাতে পৌরসভার ১নং ওয়ার্ড কুমিল্লাটিলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত মোকতার হোসেন বর্তমানে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার দাবি জানালেও হাসপাতালে চিকিৎসাধীন আর কাউকে পাওয়া যায় নি।
স্থানীয় সূত্রে জানাযায়, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার গ্রæপের সাথে পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোক্তার হোসেনের গ্রæপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। একে অপরের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সেল্টার দেওয়ার অভিযোগ তুলে বুধবার সন্ধ্যা থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মোকতার হোসেন’কে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
খাগড়াছড়ি পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, সামান্য বিষয়ে ভুল বুঝাবুঝির কারনে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষকেই শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা জানান, রাতে কুমিল্লাটিলা এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।