শিরোনাম

বীর মুক্তিযোদ্ধা হিরুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন


মোঃ মিঠু গাইবান্ধা,জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক বাবুর পিতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার রফিকুল ইসলাম হিরু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বাদ আছর বল্লমঝাড় ইউনিয়নের মাঠের পাড় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহণ করেন গাইবান্ধা প্রেস ক্লাবের সদস্যগণ, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি, সদর থানার অফিসার ইনচার্জ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সাইফুল আলম সাজা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নানা শ্রেণিপেশার মানুষ।

রাষ্ট্রের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা হিরুকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মরহুমের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দেশপ্রেম ও ত্যাগ স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments