শিরোনাম

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ভারতকে তুলোধুনা করা কনস্টাস


বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচেই নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন স্যাম কনস্টাস। ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে দারুণভাবে সামলানোর পাশাপাশি আক্রমণাত্মক ব্যাটিংয়ে নজর কেড়েছিলেন তিনি। সেই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন এই তরুণ ওপেনার।

২০২৫-২৬ মৌসুমের জন্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ মোট ২৩ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন করে চুক্তিতে সুযোগ পেয়েছেন আরও দুই ক্রিকেটার—স্পিনার ম্যাথু কুনেমান ও অলরাউন্ডার বো ওয়েবস্টার।

বোর্ডার-গাভাস্কার সিরিজে অভিষেকেই আলো ছড়ান কনস্টাস। বিশেষ করে প্রথম ইনিংসে তার ৬০ রানের ঝোড়ো ইনিংস সিরিজের গতিপথ পাল্টে দেয়। দুর্দান্ত ফর্মে থাকা বুমরাহকে নির্ভয়ে চার-ছক্কা হাঁকিয়ে চাপে ফেলেন তিনি। সেই আত্মবিশ্বাসী পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়া সিরিজ জিতে ৩-১ ব্যবধানে এবং জায়গা করে নেয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

এদিকে, ইনজুরি কাটিয়ে ফেরা মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন নিজেদের চুক্তির জায়গা ধরে রেখেছেন। তিন ফরম্যাটে না খেললেও কেন্দ্রীয় চুক্তিতে আছেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ, উসমান খাজা ও নাথান লায়ন।

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা: প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি, স্যাম কনস্টাস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথু কুনেমান, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, উসমান খাজা, মিচেল মার্শ, বো ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন ও জাভিয়ের বার্টলেট।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments