শিরোনাম

মুন্সীগঞ্জে ঈদের দিনে ১০ টাকায় গরুর মাংস বিক্রি


মুন্সীগঞ্জ প্রতিনিধি:ঈদের দিনে ১০ টাকায় গরুর মাংস পেলো ৪২০ টি পরিবার। ঈদের দিনেও যাতে সমাজের অসহায় মানুষ গরুর মাংস খেতে পারে সেই লক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়। সোমবার (৩১ মার্চ) সকাল ১০ টায় কামারখাড়া স্কুল মাঠে উপজেলার ৪২০ টি পরিবারের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করে সংগঠনের সদস্যরা। এছাড়াও প্রতিবছর রমজানে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ, মেধাবৃত্তি পরিক্ষা,অসহায় গরীবের পাশে থেকে কাজ করা সহ বিভিন্ন সহযোগিতা মূলক কাজ করার অভিজ্ঞতা রয়েছে সংগঠনটির।

ব্যতিক্রমী এই বাজারে ১০ টাকায় মাংস কিনতে এসে খালেদা বেগম নামের এক নারী বলেন, ১০ টাকা আজকাল বাচ্চাদের দিলেও নিতে চায়না অথচ এখানে আমরা ১ কেজি গরুর মাংস পাচ্ছি ১০ টাকা দিয়ে৷ আমাদের মতো অসহায়দের কথা চিন্তা করে যারা এই আয়োজন করেছে আল্লাহ তাদের ভালো রাখুক। মো: ফজল নামের এক বৃদ্ধ বলেন, বাজারে গরুর মাংসের যে দাম এবারতো ভাবছিলাম ঈদের দিন গরুর মাংস খেতে পারবোনা। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের যুবকদের কারনে ঈদে মাংস খেতে পারবো। তারা ১০ টাকার বিনিময়ে ১ কেজি গরুর মাংস দিচ্ছে। তাদের এমন উদ্যোগে আমরা অনেক খুশি।

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এর সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, ৪র্থ বারের মতো আমরা ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। এবছর উপজেলার ৪২০ জনের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। ১০ টাকায় বিক্রি করার উদ্দেশ্য একটাই যাতে সমাজের অসহায় মানুষজন মনে করে ঈদের দিনে তারা কিনে গরুর মাংস খেতে পারছে। সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এমন উদ্যোগ।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments