গজারিয়া,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ জৈনপুরের পীর ছাহেব ড. আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন,আপনার গলায় ফাঁস দিলে তো আপনি যে দল করেন, সে দল ছাড়া অন্য কোন দলকে আপনি ভোট দিবেন না। বাংলাদেশের যারা রাজনীতি করবে এই জাতির নৃতাত্বিক পরিচয় জানতে হবে।নতুবা এদেশের মানুষের কাছে রাজনীতি করতে পারবে না।
সোমবার (৩১মার্চ) গজারিয়া উপজেলার ভবেরচর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা যে যা দল করেন, ভুলবশত তাকে ভোট দিবেন না। প্রত্যেক দলে কিছু ভালো মানুষ আছে। আপনি শুধু নির্বাচনের সময় খেয়াল রাখবেন যারা প্রতিনিধি সে ঈমানদার কিনা, তাকওয়া বাদ-চরিত্রবান কি না এবং সে দুর্নীতিমুক্ত কিনা। এই দিক গুলো লক্ষ্য করে প্রত্যেক দলের লোক তাদের নেতা নির্বাচন করলে বাংলাদেশ ইসলামিক সোসাইটি হয়ে যাবে। মনে রাখবেন সমাজ রাষ্ট্র থেকে বড়।
এসময় উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ভবেরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদত আলী, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহমান শফিক, জেলা বিএনপি নেতা নুরুল আমিন সরকার, উপজেলা যুব দলের সদস্য সচিব নাজির শিকদার প্রমুখ।