শিরোনাম

যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


শরিফুল হাসান,সালথা ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৩০ মার্চ) বাদ আছর সালথা উপজেলা যুবদল নেতা ও আটঘর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী হাসান আশরাফের আয়োজনে আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে প্রায় ৫ হাজার লোক নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা আটঘর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিঠুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, মনিরুজ্জামান হুমায়ুন খান, বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল হাসান লাভলু, সালথা উপজেলা বিএনপি নেতা আব্দুর রফ মাতুব্বর, মাজারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা ইসরাইল মাতুব্বর, আটঘর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রবিউল মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন, কামরুল ইসলাম, বালাম হোসেন, মিরান হুসাইন, মাহফুজুর রহমান খান, ইয়াছিন বিশ্বাস, জিয়া মঞ্চ সালথা উপজেলা শাখার আহবায়ক মো. ফরিদ হোসাইন, সদস্য সচিব খোকন, ছাত্রদল নেতা নিলয় চৌধুরী প্রমূখ। এছাড়াও সালথা উপজেলা ও আটঘর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীরা বক্তব্যে বলেন, বর্তমান সময়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে হবে। যাতে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হয়।

এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments